তুমি কি পারো ভালোবাসতে ?  
বেদনার নদে দুখে ভাসতে ?
উজাড় করে নিত্য নিজেরে,
অন্য কোনো মনের গভীরে,
নিঃস্ব চেতনে ডুব দিয়ে রোজ,  
বেমালুম ভুলে আপনার খোঁজ
পারো কি তুমি ...
নিখাদ সুখের বরে হাসতে ?


তুমি কি পারো প্রেমে পড়তে ?
মনে মনে তাজমহল গড়তে ?
একটা একটা শুখা ফুল নিয়ে
ডায়েরীর ভাঁজে যত্নে লুকিয়ে,
ব্রতী হৃদয়ের খসড়া লেখায়
আবেগী বিলাসে আলতো ছোঁয়ায়
পারো কি তুমি ...
অলস দুপুরে স্বপ্ন বুনতে ?


পারবে না তুমি এমন কিছুই
ছুটছো তুমি তোমার পিছুই,
দর্পণে দেখো তুমি নিজেরেই
মুগ্ধ তুমি শুধু তোমাতেই।


তোমার মাঝেই তুমি বিভোর
তুমি কিরীট আর ভব কিঙ্কর,
বহমান তুমি রীতিনীতি স্রোতে
পারবে না তাই কারোই হতে।


প্রীতি অনুরাগ নয় তো তোমার
তুমি শুধু দাস সামাজিকতার,
চলন মিছিলে তুমি অনুচর
তাই তুমি আজ নিজেরই দোসর।


আপনার মাঝে পরক হয়েই  
কাটছে তোমার ক্ষণ,
আত্মপরের ক্ষারদ্রবণে  
নিলীন তোমার মন।


মনহীনতার এই জীবনও  
কেটে যাবে এভাবেই,
যা চাও পেয়ে হঠাত দেখবে
তুমিই তোমাতে নেই।