প্রজাপতিটার মন খারাপ আজ  ...
তুমি নেই মন বাগানে,
তুমি নেই তাই তো শরত শুভ্রতা আজ বিলাপ করে
বিরহ তানে।


তুমিহীনা বসন্ত সুখ দহন দাগে
তুমিহীনা পাখির কূজন বিরস রাগে।
তুমিহীনা ফুলদল আজ বিবর্ণ দুখ পুষছে বুকে
তুমিহীনা শষ্প তৃণ নীহার খোঁজে শুকনো মুখে।


তুমি নেই নেই যে কিছুই মনের মতো
তুমি নেই দুপুর ছিঁড়ে ঘুমের সূতো।
তুমি নেই তাই তো ধরায় একটা ঋতুর কমতি এখন
তুমি নেই তাই ভ্রমরা কাঁদছে দেখো যখন তখন।


তুমিহীনা নিরূদ এখন বর্ষা স্নেহ,
তুমি নেই হেমন্তে তাই জৈষ্ঠ্য দাহ।
তুমিহীনা একটা লেখাও শান্তিতে নেই মনের খাতায়
তুমি নেই মরচে পড়ে রোদ সুধাহীন গাছের পাতায়।


তাই আমার মন খারাপ আজ  ...
তুমি নেই মনের ঘরে,
তুমি নেই তাই সেখানে তুমিহীনতার শূন্যতারা
বসত করে।