বুকের ভাঁজে
বেনামী ক্ষোভ রেখেছো পুষে
অনেক বছর ধরে,
চুম্বনে সেই
রোষের তাপে সোহাগ মাখি
একটু একটু করে।


ভাবনা তোমার
কোন খেয়ালে ডাকছে কাকে
দেখছে যে কার পথ,
কেউ জানেনি
কিন্তু আমার মন জুড়ে সেই
নামহীন দ্বৈরথ।


চোখের তারায়
অব্যক্ত প্রেম কাঁদছে তোমার
সাঁজোয়া সুখের মেলায়,
দৃষ্টি সঁপে
মৌনী ধৃতি রোজই ঢালি
পরাজয়ের খেলায়।


মন ভুবনে
কোন অজানা দয়িত তোমায়
রাখছে যে উচাটন,
নিত্য যে তাই
পুলক সাজাই আঁকতে তোমার
চিত্তবিনোদন।


স্বপ্নে তোমার
কার বাঁশীতে মাতাল তানে
কি বৈরাগের সুর,
তাই নিয়ত
কাব্যকথার বাণে করি
স্বপ্ন তোমার চুর।


এমনি করেই
তোমার মতো থাকছো তুমি
হয় তো কারোই নও,
আমিও ঢিট
বাসছি ভালো বেলাজ আশায়
যদি আমার হও।