পরিচয়
- শেখ ফিরোজ


কত্ত বড় জ্ঞানী তুমি?  দম্ভেতে পা ছোঁয় না ভূমি।
কেউ তো নেই আর মানুষ ভবে তোমার চেয়ে বড়!
ক্ষুদ্র পাখিও জ্ঞানী অতি।দারুন আছে কর্মে মতি-
কী আর এমন হলে জ্ঞানী কিসের গর্ব করো !
.
বাবুই সেতো ছোট্ট পাখি। কর্মে কভু দেয়না ফাঁকি,
আপন মনে পরিশ্রমে অট্টালিকা গড়ে।
তোমার শুধুই বড়াই অতি,কর্মে করো জীবের ক্ষতি-
কেমন জ্ঞানী হলে তুমি কভু মনে পড়ে ?
.
কেঁচো গুলি কেমন কোরে-নিরেট মাটি কামড়ে ধরে-
আলগা কোরে জোগায় দেখো জীবের তরে দানা।
কেমন জ্ঞানী, ঋষি-মুনি ? সাজলে তুমি এ সংসারে-
ক্ষুদ্র জীবও অনেক জ্ঞানী। নেই যে তোমার জানা !
.
জোনাকীরা অন্ধকারে-আলোক জ্বালে কেমন কোরে-
কুকুর গুলো রাত্রি জেগে পাহারা দেয় বাড়ি।
কেমন জ্ঞানী হলে তুমি? দম্ভেতে পা ছোঁয়না ভূমি;
তোমার মনিব কী বলেছে?  খোঁজ কি রাখো তারই ?
.
শক্তি আছে আজকে তোমার,বিকট আওয়াজ শোনাও বোমার,
ধ্বংস করো আরাধ্য ঘর ;শান্তি নীড়ের ছায়া।
অন্তরে নেই প্রেমের মতি,এই ধরণীর করছো ক্ষতি-
ক্যামনে তোমায় মানুষ বলি?  থাকতে মানব কায়া !!
.
জ্ঞানের গর্ব করবে যতই,মূর্খতা যে আসবে ততই-
সবার  যদি ছাত্র হয়ে শিখতে পারো ভবে।
চূর্ণ হবে অহমিকা,উঠবে জ্বলে দীপ্ত শিখা-
মানুষ হবে,চলেই যাবে।  পরিচয়টা র'বে।