তারিখ ঃ – ২৪-১০-২০২১ ইং , সময় – রাত – ১১-১০ মিনিট ।

ভালোবাসা !

ভালোবাসা অসীম
নেই কোন শেষ
চর্চা ই বাড়ে
খরচে ও কমে না
সে অক্ষয়
মন করে জয় ।

তার নেই পরাজয়
সে দুর্জয়
কভূও হারে না
জানে হারাতে
অশান্তির ডামাডোলে
পারে শান্তি দিতে ।

ভালোবাসা কোমল
ফুলের মতন
পবিত্র হাসি
শিশুর মতন
হৃদয়ে হৃদয়ে
ছড়ায় রতন ।

ভালোবাসা অনন্তকাল
কখনো সে মা
কখনো ভাই
কখনো বোন
সময়ে বন্ধু-আপনজন
আবার প্রিয়া-প্রেয়সী প্রিয়জন !

ভালোবাসা চিরন্তন
বয়ে চলে সর্বক্ষণ
নির্ভেজাল নিঃস্বার্থে
হৃদয় সমুদ্রে ধারণ
সে অবারিত শর্তহীন
আবেগ , অনুভূতিতে অমলিন ।

ভালোবাসা সে তো
হাজার ফুলের বাগান
বিলিয়েই সুখী অহর্নিশ
সৌন্দর্য , সৌরভ , সুঘ্রাণ
জাগিয়ে তোলে স্পন্দন
ঘুমন্ত প্রাণে আপ্রাণ ।।

শরীফ নবাব হোসেন ।