তারিখ ঃ – ০৮-০৭-২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৭ – ০০ টা ।

অতি বাস্তব  ! !

বড়ই করুণ
অশেষ বেদনা বিধুর
অতীব কষ্টের  সিন্ধুর ।

বুকের পরম ধন
মাণিক রতন
অতি আপন জন ।

করেছিল যতন
ঢেলে ধন , প্রাণ- মন  
হৃদয়ে রেখেছিল সারাক্ষণ ।

ছিল আরাম-আয়েশে
বেড , গালিছায়
গরম , ঠাণ্ডা  , ঝড়-বৃষ্টি এড়িয়ে  ।

এমন সোনার দেহ
রাখতে পারে না কেহ
ধরণীর কোলে  ভালোবাসার বোলে  ।
  
সে জনের বিলীন চির বিদায়ে
সবাইকে ছাড়িয়ে
মায়া-মমতা বিসর্জন দিয়ে  ।

তাঁকে খালি গায়ে
মাটির কবরে
একাকী রেখে আসে ।

হয়তো শেষ বিকেলে
সন্ধ্যার পরে
অথবা গভীর রাতে  ! !

কারো কিছু থাকে না করার
আফসোস , আহাজারি সবার
পারে দু’ফোটা চোখের বারি দেবার ।।

শরীফ নবাব হোসেন ।