সোনালী ডানার চিল... আহা!
সোনালী ডানার চিল
সেই কবে উড়েছিল বাংলার আকাশে... তপ্ত দুপুর
আকাশে মেঘ ছিল, মেঘের উপর রোদ ছিল,
আবরন পার হয়ে রোদের আলো পড়েছিল
চিলের ডানার উপর।


মেঘের নীচে ডানা মেলে আনমনে উড়েছিল
উজ্জল আভা ছিল তার লেজ ও পালকের ভেতর।
উজ্জ্বল বাদামি ও সাদা তার পালকের আভা
আহা! কি মনোলোভা দৃষ্টি গভীর।
বরণে তার মজেছিল মনে মনে কোন কালে
বাংলার কোন এক কবি।


এর পর আরো কত উড়েছে সে
আকাশে আকাশে পার হয়ে গেছে কত
অজানা নগর বনানী পাহাড়
খাল বিল নদী।


কবি তারে দিয়েছে খ্যাতি... রাতা রাতি
শঙ্খ চিল তাই বারে বারে আসিবে ফিরে ফিরে
বাংলার আকাশে হাজার বছর ধরে
উড়িবে যত দিন আছে শ্বাস
আছে আহ্নিক গতি।