দূরের দেশে তেকাটিয়া গাঁয়ে
যদি তুমি ভালো থাকো প্রতিভা
সত্যিই আমার এ প্রাণ খানি ছল ছল করে ওঠে
আনন্দময়ীর টানে ছুটে যেতে ইচ্ছে হয়
তোমার রক্তিম ঠোঁটে মিলাতে আমার ঠোঁট।

জীবন চলার ছন্দে, খুঁজে ফিরি অবিরাম
আলোর সংগীতসহ একাগ্রচিত্তের সাজ
জীবন বৈভবে।

প্রমত্ত সময়ের স্রোত, দিগ্বলয়ে ঘুরে ঘুরে
হৃদয় যন্ত্রণা খোঁজে, ভালোবাসার দহন আবেশে
ভালোবাসা তাই যেন মনে হয় হারিয়েছে দূর বনে
ভীরু বুনো মোরগের মতো।

তবু কেন ভালো লাগে
ধুলি ওড়া মেঠো পথের অমৃত আঁচল
তবু কেন ভালো লাগে প্রেমহীন দেহঘর!

শুধু তুমি ভালোবাসো বলে
পুষ্প হাসে অম্লান-- বহু শোভা করতল।
******************************
রচনা ২৯-১২-১৯৯৪
সোনাডাঙ্গা, খুলনা