মৃত্যুর বিভীষিকায়
অচল আনির মতো টিকে আছি আজ
মূল্যবান নই আমি, আমার স্বরাজ
ভেঙ্গে ফেলে সবকিছু, আমার বুকের পর
ইমারত হবে কিনা আর
হবে কিনা শান্ত ভূমি, লোহিত সাগর?


বিবেকও ভেঙ্গেছো সবাই? ভাঙ্গো
আগুন সভ্যতা ডেকে পুড়িয়ে করো খাক
চিরকাল আমিই দুশমন, এ দোষ আমারই থাক।
_________________________


★ লেখাটা ফিলিস্তিন সংক্রান্ত। একজন নির্যাতিতের জবানিতে কথাগুলো।★