তুমি চলে গেছ মুখফিরিয়ে যে পথটি ধরে
এখন আমি কাঁদি সেই পথের ধারে তোমার পানে চেয়ে,
তুমি ছিলে বাস্তব আর আমি ছিলাম মিথ্যা
তাই তুমি করলে ছল দিয়ে মোরে ব্যথা?
এখন তুমি চলে গেছ অন্য কোথাও আন্য কারোর সাথে
আর দিয়েগেছ মোর আঁখিজল ছিন্ন এই বুকে।।
কেন করলে এমন পাষান খেলা মোর সাথে?
দিয়েছ যত যন্ত্রণা সয়েছি এই বুকে,
কিন্তু আর না,এত ব্যথা দিয়ে তুমি আছ কি সুখে?
যদি বল ভাল আছি সুখে আছি!
আমার এই মুখ আর দেখাব না তোমাই
চলে যাব সুখের ঘরে
যেখানে থাকবে না কেউ, রইব শুধু একা
নিঃস্বার্থ ভালবাসবো তোমাই জন্মজন্মান্তরে।


উৎস্বর্গীকৃত
অমৃতা ব্যনার্জ্জী



শুক্রবার
১৪২৩ বঙ্গাদব্দ/২০১৬ সন
তাং-০২/০৯/২০১৬, বাংলা-১৬ই ভাদ্র
স্থান-ঘুনকিয়া(নিজস্ব বাড়ি)
সময়-দুপুর ১২:৪৯ মিনিট