তোমাকে নিয়ে যত কল্পনার বারি
                ভাবি আমি দিনরাত সারিসারি ।।
             তোমার কথা ভাবতে ভাবতে যখন ঘুম ভেঙ্গে যায় তখন তাকায় আমি দিগন্তের দিকে! তখন দেখি কিছু কালো রহস্য আমাকে গিলে গ্রাস করছে!!
                কেন জান ?


        কারণ, তোমাকে ভালোবাসি বলে।
শুধু তোমারই জন্য ,তোমার কারণে।
তাই তোমার জন্য আমি বেঁচে থাকতে পারি অন্তিম নিশ্বাস পর্যন্ত
         তোমারই অপেক্ষায়,তোমারই স্মরণে তোমার চাহনিতে।।


তোমার জন্য হয়তো আমি আকাশের চাঁদ তোমার হাতে এনে দিতে পারবো না,
তবে তোমার মান রাখতে তোমার এক কথায় চাঁদের ঠিক কাছে যেতে পারি চিরতরে চিরদিনের জন্য।। শুধু তোমারই জন্য!!


আচ্ছা,তুমি কি মায়াবিনী???
         তোমার বিহনে কেন আমি এত মরিয়া,
নাকি তুমি কোন অপ-দেবতা!ভর করেছে আমার মধ্যে,তাই আমি এত চঞ্চল।।


                 তা তো জানি না, হয়ত আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
আর তোমাকে হারানোর ভয়ে আমি ভীতূ হয়ে আছি। তাই আমার এইসব মনে হচ্ছে।।


বেশ মানলাম যে আমি তোমাকে ভালোবাসি
                         তাহলে আমি তোমার কথা সবসময় ভাবছি কেন?
ভালোবাসার সাথে ভাবার কী সম্পর্ক?


তুমি কাউকে যদি খুব ভালোবাসো ,আর দু-একদিন যদি তার সাথে দেখা-কথা না হয় তাহলে তোমার মনের অবস্থা কী হয় ।? তুমি তখন দিবারাত্রি ভাব এখন কি করছে ,কি খাচ্ছে, কেমন আছে ইত্যাদি অবশ্য তা কল্পনার মধ্য দিয়ে। এটা চিরন্তন সত্য । দিনের পর যদি রাত্রি হওয়াটা স্বাভাবিক হয়,তাহলে কাউকে ভালোবাসলে তাকে নিয়ে একটা কল্পনার জগৎ তৈরি হবে এটাও স্বাভাবিক।।


তুমি রয়েছে আমার হৃদয়ের বাম অংশ জুড়ে
                           আমার প্রাণের জীন হয়ে
যদি মায়ার শিকল ছিঁড়ে কোনদিন যায় উড়ে
                     বুঝেনিয় আমি আর নেই চলে গেছি অনেক অনেক দূরে;
শুধু পড়ে থাকবে আমার স্মৃতি গুলো তোমার জন্য
                              তুমি সাজিয়ে রখো তোমার মনের আলমারিতে।।
সেদিন একফোটা জল ফলো তোমার দুই নয়ন জুড়ে
                নইলে আমি ভাববো তুমি আমায় ভালোবাসোনি কোন এক ক্ষনে
তবুও আমি বাসবো ভালো মৃত্যুরও পরে,
                               শুধুই তোমার জন্য তোমার লাগি
                        ভালো আছি ভালো থেকো এই কামনায় করি
                            তোমায় ভালোবাসবো আমি জনম জনম ধরি।।
                                         শুধুই তোমার জন্য তোমার লাগি।।।




উৎসর্গীকৃত
         অমৃতা ব্যানার্জ্জী।