১। অসমাপ্ত
তোর হর্স্রগতির হবে ইতি
অঙ্গ আমার অঙ্গার হলো
জলের ছলে যমুনায়
সাত লাইনের এলোমেলো
বৃষ্টি বুকের ভেতর
ছাব্বিশ লাইনে অসমাপ্ত রাতদিন
কাটিয়ে দিবো কুকুরের পাশে
কবিতার মোড়ক খুলে
পোড়ামুখি জলের তোড়ে
চুপসে যাবি যে কোনদিন
-স্বপ্নময় স্বপন©


২।বিকার
বুকে কান পেতে শুনি
রক্তে একটাই জানোয়ার
হা-হা-হা করে হাসছে
আগামীকাল বুঝিনা
যদি জানতাম যেতেই হবে
ছিঁড়ে ফেলে সতের লাইনের বৃষ্টিকে
ছুঁয়ে দিতাম নীল আকাশ
-স্বপ্নময় স্বপন©


৩।চন্দ্রাহত
অসমাপ্ত তুমি কেমন জানি
একলা আমায় ঘিরে
বাক্যহারা নিশ্চুপ চাহনি
ভরা জোছনায় বিভ্রম হয়
চন্দ্রাহত মানুষ পথে পথে হাঁটে
সারা রাত কালো কালো অক্ষরে...
-স্বপ্নময় স্বপন©