কুয়াশার ভেতর দিয়ে অদৃশ্য শরীর নিয়ে
ভেসে ওঠে ম্লানমুখ স্মৃতি
দারুণ আর্ত আজ শিরা-উপশিরা
শুন্যতায় জমে থাকা হাঁটু জল নদী
যেন হৈম হাওয়ায় ঝাঁপ দেয়া কোন জলপিপি
চাঁদ ও কুয়াশা জড়ানো সন্ধ্যারাত্রের
সঙ্গম সংক্রান্তিতে জানু থেকে জঙ্ঘা
অতিক্রান্ত হয় কাম যন্ত্রণায়
সূচীভেদ্য কুয়াশার ভেতর
অসুখ ক্ষুব্ধ হাওলাতি হাত
ঠোঁটে ঘুণপোকা
নকশীকাঁথা শরীরের মানচিত্রে
গোলাপী অন্ধকার
বুভুক্ষু আঁষটে প্রেম
পিপাসিত হৃদয়ে বুনে যায়
কামনা বিলাস
মৃত ঘ্রাণ শুঁকে নিয়ে
সবুজ পাতা হয়ে ওঠে কুয়াশা প্রেমী
ঠোঁট থেকে ঠোঁটের ব্যবধান
শূণ্য চাতুরির অন্ধকার জলে
প্রসারিত হতে থাকে
কুয়াশা থেকে দূর-কুয়াশায়
বিষণ্ণ মেঘে ভিজে যায় সময়ের কার্নিশ
অন্ধকার বিছানার কোলে উদাসী সন্ধ্যা
সাদা পৃষ্ঠায় লিখে দেয়
ভালবাসার সতীনের নাম ‘কোলবালিশ’
-স্বপ্নময় স্বপন©