অদ্ভুত সকাল!
সকাল থেকে সকাল অবধি
সকালের অপেক্ষায় সকাল
বারান্দায় গেলেই
বিশাল মুক্ত আকাশ
অনন্ত নীল কষ্ট,চাপা অভিমান
খরার উত্তাপহীন আমার বসবাস
নিশাচর রাত ঘুমের আঁচলে
আঁধার ঘন থেকে ঘনীভূত
নিঝুম নিঃশব্দতা সোনালী সুখ
শৈত্য হিমে নীল দুঃখ আলোর মিছিলে
সূর্যের সিঁদূরে কুয়াশা ভেজা হাওয়া
আধো অন্ধকার আকাশে ভোর রক্তের হোলি
নক্ষত্রের ছায়াপথ বৃহদাণু কবিতা
বেদনাদায়ক খুব সকালে
ভোরের শিশিরে হেঁটে যায় চুপি চুপি
আশ্চর্য সকাল কি অদ্ভুত মগ্নতায়!
গোলাপ আর ভালোবাসা বুকে!
সকালের সাথে সকালের অদ্ভুত  কথোপকথন
রাতের চেয়ে অন্ধকার সকাল মুখোমুখি
নির্বিষ শূন্যতায় আবদ্ধ যতিচিহ্নের!
সন্ধ্যাতাঁরা শুকতাঁরা এক হয়ে চায়ের কাপে
প্রহর গুনে চলে অবিরাম একাগ্র প্রতীক্ষায়
সুন্দর এক সকালের!
-স্বপ্নময় স্বপন©