প্রেমের সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
আমি এক দিগভ্রান্ত পথিক
একজীবনে গহন অরণ্যে হারিয়ে
ভালোবাসার হাতুড়ির নিচে
জীবন আমার পরিকীর্ণ পানশালা
হৃদয়ের কী বা দোষ
অঙ্গীকারের বর্ষণ আনন্দে
কণ্ঠে তুলে আনতে চাই
প্রেমিকার চিঠি অপর অরণ্যে
পলস্নীর পলল ভূমে সজ্জিত
হে কুরুৎকামিনী
তোমার শরীরগম্য যৌনতা
আজ ঘৃণা বোধ করি
রোদবৃষ্টিসাঁতলা মাখা দেহে
শোভামগ্ন আত্মার অবমুক্তি
খুব বেশি দূরে নয়
ধ্রুপদী লক্ষণাক্রান্ত
আর্তিও দুর্লক্ষ নয়
শান্ত ধারায় বহমান
উদার অমেয় বাতাস
সম্মুখে ভুলে ভর্তি
ক্লান্ত কেরাণীর বাষ্পাতুর নেত্র
ঠোঁটে-ঠোঁটে, বুকে-বুকে
নারী বা কিশোরীর অস্পষ্ট রহস্যময়
বিষাদপ্রতিমা
পরিপূর্ণ তপ্তময় মধ্যবিত্তের অভীষ্ট
রোদচশমা খুলে দ্যাখো
বিশ্বায়নের প্রকোপে দারিদ্র্যের নিচে
একালের আরো ইতিহাস
উন্নত শিরে বৈঠা চালানো বাজার-জহুরী!
এই অভিজ্ঞান শুধু ‘সবুজ’ জীবনের জন্য।
                                    - স্বপ্নময় স্বপন©