তখন স্বপ্ন ছিলো দু’চোখে অনেক
শৈশবের পরিত্যক্ত মাঠ’, ‘ধুলো পা’, হারানো বেলুন,
ভেতর গড়ে-ওঠা নিষ্পাপ সজ্ঞানতা বুনে চলে স্বপ্নমুহূর্ত
রাত্রি ও অন্ধকারের বিপরীতে ঠোঁটে
প্রলম্বিত কুন্তল, তিল-টিপ-আঁখি
কাম ও ঘামের ভেতরে স্বেদসৌধ
শেমিজের নিচে বেড়ে ওঠা নম্র শরীর
উন্মাদ অহঙ্কারে বাহ্যজ্ঞানশূন্য
অন্ধকারে চোখে দেখার মতো
তোমার সমগ্র সত্তা অনুভবে!
জীবন হয়ে ওঠে স্ফূর্তিময়
সীমানা পেরোনোর উত্তাপ
অবশ্য অনিবার্য ছিলো
স্মরণে চলে পুরনোর নিঃশঙ্ক নবায়ন নিরন্তর
ত্রিশ বছরের শিকস্তি-পয়স্তি;বিপন্ন সময়ের ফিরিস্তি
মানুষের মৃত্যু হলেও মানব থাকাটা বিন্যস্ত
সর্বার্থে বহুমূল্য প্রজ্ঞাসক্ত
কণ্ঠে ঋজু মায়া চিমত্মায় আধুনিক, গড়নে পুণ্যময়ী
গর্ভগৃহ থেকে নেমে একটি শৈশব
পঞ্চাশ বছর ধ’রে নির্দ্বিধায় অর্বাচীন
সত্তাসান্নিধ্য স্পষ্টতায় বিকিরিত
পূর্ণিমার ভোগ কি শুধুই নামমাত্র!
                           - স্বপ্নময় স্বপন©