১।চুল!


তোমার খোলা চুল!
হাওয়ায় উড়তে দেখেছি,
খুঁজি তোমায় জলের আয়নায়
তোমাকে সবই দিয়েছি
বৈরাগ্য ভালবেসে
পথ ফুরোয় না, আমি ফুরিয়ে যাই
তাই রাতগুলো আমার  দিনগুলো অন্যদের
আমার তবু ভাঙ্গে না ভুল
-স্বপ্নময় স্বপন©


২।নিখাদ প্রেম


মরুভূমির কাঁপন রুক্ষতার আনন্দ
তপ্ত রক্ত রঙ্গিন ফুল হারানো ছন্দ
উষ্ণদায়ক দুটো বিছানা
দুটো মানুষ চাহিদা প্রচুর
সুগন্ধি সাবানে ঘ্রানের দ্বন্দ্ব
-স্বপ্নময় স্বপন©


৩।... এবং আমি


কষ্ট আগুন দহনে দহনে নিখাদ আমি!
সীমার মাঝে অসীম তোমাতে ভালবাসা চাইছি
দিনের শেষে দীন নিজের মাঝে লীন
তোমার অতীত গহীন বেদনা স্বচ্ছজলের নদী
পুড়ে গেছে ঘুমহীন সিক্ততায়
তবু পসার বিকিয়ে চলি
ধুম বর্ষায় একাকী রাস্তায়
-স্বপ্নময় স্বপন©


৪।নিষ্ফল


ভালোবাসার হাতে কথার কাকলি
বিকিয়ে চলি সন্ধ্যাকালে
ভেঙ্গে গেলে জোড়া লাগে
বিশ্বাসে নিঃশ্বাসে সময়
সীমাবদ্ধ চোখ, শূণ্য, অনন্ত
তারপরেতে এলোমেলো
মানুষের কাছে মনের চেয়ে
চেহারার মূল্য অনেক বেশী বলে
দূরন্ত বাসনা ভিড় করে
নিষ্ফল কামনায়
পৃথিবীর সকল বিষ্ময়
তোর দরজায়
-স্বপ্নময় স্বপন©


৫।চিহ্ন রেখে যেতে চাই


খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছিনা
আকাশে রঙের দৃশ্য
তুলির আঁচড়ে কিছু সুখ
ঘোমটা খুলে ভোরের চিঠি
অভিমানি মন, নারী ও নজর
বিকেলের সূর্য, কিছু চিহ্ন
পৃথিবীতে এসে চিহ্ন রেখে যেতে চাই…
-স্বপ্নময় স্বপন©


৬।ষষ্ট ইন্দ্রিয়


তরুণীদেরকে রিকশায় আজকাল
খুবই রোমান্টিক দেখা যায়
সত্যিই কি রোম্যান্টিক?
একটি দূর্দান্ত গাণিতিক সমস্যা
ধুলির সবুজ কানন দূর দিগন্তে
উড়ায় মন ঘুড়ি
আমি মোটেও রোমান্টিক নই!  
বিকেলের সূর্য ব্যস্ত যেমন সমুদ্র সংগমে
আমার খোলসের ভেতর তুমি তেমনি
আমার কষ্টার্জিত চিবুতে থাকা চুইংগাম
তুমি ষষ্ট ইন্দ্রিয় খুলে দেখ
শূন্য অবশ্যই শুরুর প্রারম্ভিকা
পঞ্চ ইন্দ্রিয় জানে মানুষ
তাই ষষ্ঠ ইন্দ্রিয়ের খোঁজ করে
তোমার একটা পলকের কাছে
আমার গোপন প্রত্যাশা
একবার শুধু চন্দন চর্চিত হাত ছোঁয়াও কপালে
-স্বপ্নময় স্বপন©