১।বাঁকসূত্র
কবিতার সংজ্ঞা স্বপ্নের জরায়ুতে
ডুকরে মরে মাটির খুব কাছে
সোনালি ঠোঁটের বেলাভূমি এঁকেছিল
সোনালি কলার জৈবিক দখলানুপাত
শুক্লপক্ষ হেঁটে যায়, কৃষ্ণপক্ষও যায়
বিদগ্ধ আত্মার ক্রমাগত উচাটনে
স্বপ্নীল বৃক্ষদের ফুসফুসের আলো  
নিভে যায় নির্বিকার জলে
ভীষণ ইচ্ছায় বাঁকে বাঁকে
সঙ্গমে যেতে হয় -স্বপ্নময় স্বপন©


২।ভুল
পৃথিবীর সমতল ছিল কবে!
স্বপ্নের সমস্ত রাতে
পৃথিবীর অভিধানে
বুনোচাঁদ হেসেছিলো – সেই কবে
একটি নিঃসঙ্গ ঢেউ সন্ধ্যাতারার হাতে তুলে ধরে
ভারাক্রান্ত মুখ;
ডানার দ্বৈতসাফল্য ও জ্যামিতির ত্রিভুজরহস্য
আত্মার ভেতর দিয়ে উড়ে যায়
কবিতার ভেতর অদ্ভুত শূন্যের জোড়াতালি
ওষ্ঠের যৌথ মেঘদ্বন্দ্ব আনুগত্য নিয়ে
সূর্যের নীরবতা স্পষ্ট করে তোলে অবিরাম
কৃষ্ণচূড়ার ঘাসে জৈবিক সময় হ্ময়ে যায় ভুলে
কোন ভুলে!
-স্বপ্নময় স্বপন©


৩।পাপ
স্বপ্নের শবদেহ ব্যবচ্ছেদ
প্রত্যহ হা-পিত্যেশ
প্রতিদিন ছায়াস্বপ্ন
রাংতা মোড়ানো অন্ধকার
তন্ত্রশাসিত জলের নিখিল প্রবাহে
জীবনের দরদাম হাঁকে
যদি মুঠিতে পাই
অসম্ভব ব্যবস্থাপত্র
শাড়ির পাপ খুলে দেব
-স্বপ্নময় স্বপন©


৪। আয়ু
তোমার প্রতিদিনের পৃষ্ঠা থেকে
নাম কেটে গেছে
যৌনতার ভাঁজ খুললেই
রঙিন দুঃখের রক্তাক্ত পালক
মাটির ঢেলার নিচে অনাবৃত
পৃথিবীর মুদ্রণযন্ত্রে সভ্যতার আস্ফালন
উরুর নিচে অবশিষ্ট আয়ুর নির্দিষ্ট বাতায়ন
-স্বপ্নময় স্বপন©


৫।ক্ষণস্থায়ী
দাবদাহের আগুনে রাতের উন্মাদনা
প্রত্ন জলে পুড়ছে হৃৎপিণ্ডের ধকল
প্রত্যাশাগুলো অতিরঞ্জিত নয়
যৌনতার গন্ধে আয়ুষ্মতি
নদী ও নাব্যের সুখ
নিতান্ত ক্ষণস্থায়ী বলে
বুদ্বুদ দৃশ্যে ক্লান্ত পৃথিবীর অস্থির সংসার
-স্বপ্নময় স্বপন©


৬।অরণ্যের রাত
শিলাবৃষ্টির তুমুল বর্ষণে
মেঘের ওপর মেঘ থেকে
মাস্তুল তুলে দেয় অরণ্যের রাত
নোনা জলে খসে পড়ে ঈগলের ডানা
কয়েকটি মাছি, ব্যয়িত ভবিষ্যৎ,
অকৃত্রিম কঙ্কালের অনাবশ্যক বেঁচে থাকা-স্বপ্নময় স্বপন©


৭। সম্পর্ক
স্বভাব অস্বীকৃতিকে সম্পর্কের
বুদ্বুদের প্রাচুর্যে লুকাতে পারে না
প্রলম্বিত নির্জনতায় ক্লান্ত স্নায়ু
মাইনে শোধ করে
দাঁতের ভেতর লুকানো স্মৃতি
সংসারের নাভি পচনের গন্ধে
অসহিষ্ণু আরণ্যক শূন্যতা
-স্বপ্নময় স্বপন©