আমি পারস্যের জাফরান চীনে পাঠাবো
অনর্থক তর্ক
ট্রাম্প –ব্লেয়ার না বুঝে বরং
মানবতাবাদী শিল্পীদের
জীবনদর্শন বোঝ!
আমারও ভীষণ ভীষণ দরকার
শিল্পেরগুষ্ঠি হত্যাকারীর ঠিকানা
দালীর বিড়াল ওড়ে পানি ছুড়ে
নর উড়ে যায় নারীর কোলে
মাথায় গাঁথে না; কেমন জানি
ধরা ছোঁয়াও যায় না...
ঠিকানাটা দরকার; খুবই দরকার
খুঁজছি খুঁজছি খুঁজছি খুঁজছি
বিরামহীন অবিরাম বিরামহীনতা
বিমূর্ত শিল্পের আকাশ
অম্বরের শোকেসে আর
ঢুকানো গেলই না!!!  
গলে যাচ্ছে ব্যকুল শ্রাবণ অস্থিরতায়
ভোরের দরজায়, হাসিদের ইতিহাস
দুঃখের মলিন গাত্রাবাস খুলে
কিছুক্ষণ পর পর ছুঁড়ে দিচ্ছে
জন্তুগুলোর দিকে।
ব্যাধিগ্রস্থ স্তনে পিষ্ট শতছিন্ন সংসার!
কিছুটা ধুলোয়,
কুকুর কুন্ডলী সহবাসে
তীর্থ শয়ন!
স্বপ্নহীন শব্দহীন
ডুবন্ত নগর দৃশ্যমান প্রতিদিন
তবু মুগ্ধ নয়ন!
সংগীতবিহীন এক বিলম্বিত সন্ধ্যা
শুধু এক নিরেট বিশ্রামকে সাজাবে বলে
পৃথিবীতে আর একে অন্যকে দেখব না!
তাই, নিজ রক্তের সৎকারের বিনিময়
ঠিকানাটা চাই;
আমি,
আমার আমিকে মৃতদেহ করে
শিল্পকে দেব ঠাঁই!
-স্বপ্নময় স্বপন©