রাত সুরা নদী
নিঃসঙ্গ রমণীর ছাদে
পানোন্মত্ত ছায়াপথ স্বপ্নডাঙায়
জগভর্তি রাত আকণ্ঠ পান করে
উচ্ছ্বাসময় ঘর ড্রেসিং টেবিলে
রাতের নিজস্ব কাপড় কাচার সাবানের
ফেনায় ফেনায় ফেনিল রাতের স্বছায়া
রাতের গভীরে নদী, নদীর অতলে রাত
ক্রমশঃ তলিয়ে যেতে থাকে
রাতের নিঃসঙ্গ চাঁদ
নদী সুরা রাত
নির্ঘুম রাত গভীর রাতের কাছে
রেখে যায় পূর্বজন্মের দায়!
নিয়ম করে রাত নামে
ফি বার রাতের গহীনে
রাতের স্বরূপ নিয়ে
ঠায় দাঁড়িয়ে থাকে
রাতের আকাশ-কী অদ্ভুত!
রাত নদী সুরা
রাতের গভীরে রাত
রাত পাহারায় রেখেছিল রাতকে
রাত আসবে রাতকে নিয়ে
আয়নার সাথে স্ব-দ্বৈরথে
সুক্ষ্মাতিসুক্ষ্ম হিসেব ভুলে
রাতের নামে রাত উৎসর্গ করে যেতে
রাতভর নিশাচর পৃথিবীকে
সুরা রাত নদী
এক রাতে রাত
রাতভর রাতের গান শুনতে শুনতে
রাতের সাথে রাতের মিলনে অজান্তে
হয়ে ওঠে একটা একান্ত রাত!
সুরা নদী রাত
পৃথিবীর জিজীবিষু ঘনীভূত
রাতের  হৃদয়ে গোটা হরফে
রাত এক রাতে
রাতের সংজ্ঞা পাল্টিয়ে
রাতময় রাতে রাতে
রাতের দূরত্ব মাপে
পৌনঃপুনিক ঢঙে
পুরোরাত রাত রাতের নামে
রাতবর্ণনা করে অদ্ভুত রাতে!
রাত আসে তাই রাত হয়
রাত হয় বলেই রাত নামে
নিছক রাতের সৌন্দর্যসূধা
তন্ময় হয়ে পান করতে করতে
রাতের টানে রাত
রাতের গভীরে জেগে থাকা রাত
দীর্ঘায়িত হতে হতে রাতের পানে ধায়
আমার শুধু শুধুই  
খালি রাত হয়ে যায়...
রাত সুরা নদী
-স্বপ্নময় স্বপন©