সর্ব দাহকে জুড়াও
বিম্ববতী!
ঘোর বরষায়
চতুরস্র নিতম্বের
সুতীক্ষ্ম প্রবাহে
শীতল হোক তব
অতনু-উত্তাপ
নির্জন দ্বিপ্রহরে
অসহ্য-তাপ
ক্রমশ উদার স্তব্ধ
সুবৃত্ত-যুগল
জলে ভাসতে ভাসতে
যজ্ঞব্রতী কোলাহল
চটুল বত্রিশ
মুখর দুচোখে
প্রেম ও লায়লা
ঢালো বৃষ্টিধারা
নাভি ও গ্রীবায়
রহস্যময় কোমল ত্রিভুজের
অমর্ত্য সৌরভে উন্মোচন করো
সৃষ্টি রহস্য
অফুরন্ত আনন্দধাঁধা
তৃপ্ত ওষ্ঠাধর ভরে যায় আত্মা অবধি
আঠালো মধুতে ঘন লাক্ষারস
জলন্তপ্রায় জানুসন্ধির মধ্যিখানে
ঈষদচ্ছ অনতিশীতোষ্ণ গলিত মোমের ভিতর
ডুবে থাকে সমর্পিত পৃথিবীর সৌন্দর্য
একাকী!
-স্বপ্নময় স্বপন©