প্রেম এক আনন্দধাঁধা
নষ্ট বিশ্বমঞ্চটাকে এবার পাল্টাও
বিবর্তনের রাক্ষুসীধারা
হুকোয় দিচ্ছে সুখটান
সাধনা ও সিদ্ধি
মধ্যরাতে মাতোয়ারা
শাড়ি প’রে শুধু শুয়ে থাকা
নারীদের চলমান শোয়ার
নাম প্রেম
মৃত্যুর শোকের মধ্যে
সুখ বোধ
জীবনের সারকথা
কবিতা এখন তাই
দালালি ও গালাগালি
কী চমৎকার!
আমি শোকতাপহীন
স্বপ্নের নিয়মে নিজেকে ভাঙি
দ্রোহের আগুনে সুচতুর লোভ
বোধের নিদ্রাহীন ঠোঁটে
নীল হেমলক
রূহের পুষ্টিহীনতায়
সীমাহীন অনিশ্চয়তা
ধোঁয়াটে পথে নামে
স্বপ্নের বিবর্ণ রাত্রি
সত্যের চোখ ছুঁয়ে
কষ্টের পলল জমা হয়
সহজিয়া নিয়মে
মানবিক ভুলের ওপর
মোটাতাজাকরণ স্বপ্নে
বেঁচে থাকা মানুষের
বেসামাল নফস
শোষণের গ্যাঁড়াকলে
বেশ্যালয়ে  ঝিমুচ্ছে
মানবাত্মা জিঘাংসায় রক্তাক্ত
কুঁকড়ে গেছে মৌলিক মূর্খতার
অন্ধকারে;
অসতেরা জনপ্রিয়
সৎ মানুষেরা ব্যর্থ
দুর্গের দ্বারে শাণিত নখর
অমর্ত বাসনার উলঙ্গ আকাশে
স্বপ্ন আর শান্তির নামে
ভুল পথে নিজের অজ্ঞাতে
সময়ের হাওয়ায়
সবুজ হৃদয়
সরে যাচ্ছে-প্রবাসসঙ্গমে!
-স্বপ্নময় স্বপন©