চরাচরের  তীব্র নির্জনতা
আজন্ম সলজ্জ
অতি সাধারন সাধ
ভীষন অপেক্ষায়
উর্বশীর খোঁজে
মৃগনাভির সৌরভ প্রেমে
আহুতি দেয়।
মৃতকে জাগিয়ে তোলে
অদ্ভুত আঁধারে উষ্ণ অনুরাগে..
অনুমেয় প্রভাতে চোখের দ্বিধা
ঠোঁটে ঠোঁট ঠুঁকে বেঁচে থাকা, এবং শোক!
আমি তো আমিই, মনের বয়স বাড়াতে পারিনি বলে অবাক যত্মে
আমার পথে  একাকী আমার চলা
কষ্টের আকাশে হাসির মেঘ বর্ষন নির্জনে!
যেখানে পথবাকি যেখানে সময় স্তব্ধ
সেখানে আমার বিষাদময় শুন্য হৃদয়, তোমার কষ্ঠ নিয়ে দুঃখ
আমার বিষ্মিত !!!
কষ্ট পাওয়া নষ্ট বালকের কষ্টের বালুচর
বিষন্ন সুন্দর!
কুমার জীবন • আমার চারপাশ • পুরানো চিঠি
তোমার দোতারা .অখন্ড বিষন্নতা .ব্যক্তিগত স্বর্গে
আমারই নিজস্ব নরকের দীর্ঘশ্বাসে জমে একান্ত ব্যক্তিগত
অব্যক্ত ক্ষোভ!
      -স্বপ্নময় স্বপন©