তোমার নেশায় বুঁদ আমি,
তোমার হৃদয়ভূমিতে গোত্তা খাচ্ছি ক্রমাগত
গোলাপ ও আফিমের উদয়-পথে স্বপ্নরিক্ত
রাতের মৃগয়ায় স্মৃতিশাস্ত্রে জর্জরিত
আমায় প্রেমিক বলোনা…
অনাবশ্যক অনুকূল জীবনে মর্মাপ্লুত
নিদ্রিত দেহমুদ্রার রহস্যে আদিম অন্ধকারে
না আঙুল,না প্রেম, না যৌনতা, না রাত্রি,না দিন,না বিনাশ, না ক্ষয়
বিচিত্র নেশা চলে একা নিঃশব্দ করোটির অন্তর্মুখে
অবলুপ্ত সৌন্দর্যে কাশ-জঙ্গলে সভ্যতার জ্যোৎস্নায় নক্ষত্র মাতোয়ারা
এবার ফেরাও চোখ...
ধূলিকণা হও, হও এক ঝলক হাওয়া,অথবা অজন্তা-ইলোরা আহা!
গরুর রচনায় জানা যায়, মানুষ গরুর কোন উপকারেই আসে না
তোমার নেশায় অনুভুতি অন্তরীণ… এ হলো নেশা, শুধু নেশা, .....
আমায় প্রেমিক বলোনা…
নেশাগ্রস্ত হয়ে একদিন মাতাল হয়ে যাব তোমার প্রেমে
কবিতা গরাদে দিয়ে হব ফেরারী
তোমার পদতলে আমার পৃথিবীর দিগভ্রান্ত গতি, বালি ও রৌদ্রের
বিভাজনে দূরত্বের রোগ
অনার্য কাল থেকে আমাদের ব্যক্তিগতসম্পর্ক স্বর ব্যর্থ ঢেউ তোলে
শুশ্রূষাকামী তলপেটে
তোমার নেশায় চূর হয়ে গেলে … ছোটখাট সহজ প্রার্থনা...
যে কোন দিন তোমাতে নেশাগ্রস্ত হলে
আমায় প্রেমিক বলো না…
                   -স্বপ্নময় স্বপন ©