এক রাতে
কবিতার জন্য  আক্ষরিকভাবেই
অন্য কোন পাখির ঠোঁটে  অন্ধকার ছিঁড়ে
তোর জন্য জন্ম পংক্তি থেকে জল-বিভ্রম
নীল আর জল হারিয়েছি অসমাপ্ত  প্রান্তরে
দীর্ঘ নিঃশ্বাসের জমাটবদ্ধ শতচ্ছিদ্র অসনাক্ততায়
আত্মরতির “নৈকট্য ভয়ানক” !
জীবন হয়তো অন্য কোথাও ইচ্ছেশূন্য
প্রানের  শেকড়ে  প্রাকজন্মের  নিষিদ্ধ গল্পপাঠ
সত্য সময় নদীতে থাকা অভ্যন্তর
নৈঃশব্দ বুকে ধরে বৃত্তাবন্ধনে
অন্ধ অনঢ়!
   -স্বপ্নময় স্বপন©