ক্ষয়িষ্ণু-নারীর স্বতন্ত্র স্ফূর্তি নিয়ে
ঠোঁটে-ঠোঁটে শরীরগম্য যৌনতা-
প্রত্যাখ্যান ক'রে আর্দ্র করে হৃদয়-মনন-মেধা
তত্ত্বের আয়নায় দেখে  সুন্দরের  রক্তপ্রতিমা
স্তননের বুননিতে ছোঁয় অন্তরকে
মস্তিষ্কের খোলা জানালায় শুধু মৃতের ঘুমের অন্ধকার,
আমি কী যে বিপদে…কোনোদিনই বুঝবে না
বুকে ঢেউয়ের মতো আছড়ে পড়ে
তিল-তিল সৌন্দর্য সুদূরের পিয়াসী ওষ্ঠপ্রান্ত!
একক একাকী নির্দিষ্ট কেউ নয়
অবশ্য অনিবার্য
বোধের ঘনায়িত রূপ  রাত্রির উষ্ণতায়
তখন স্বপ্ন ছিলো  অনেক
মৃত্যুর আগে হয়তো এক পরিপূর্ণ ‘নারী
আসন পাতবে কবিতায়
উলঙ্গ ও মৃতদের সীমিত সবুজে
পঙ্গু আমি
পরিকীর্ণ পানশালার দিগভ্রান্ত পথিক
সীমাবদ্ধ জলে অভীপ্সা-আকুল
স্বপ্নের নির্মোকে ঘটমান মধ্যরাতে
বিবরবাসী ত্বকের প্রচ্ছদে...
                      -স্বপ্নময় স্বপন ©