বিশ্ব তো স্বপ্নের মতো
সেই চেনে যাঁর অন্তর জাগ্রত
নশ্বরতার ওপর ভর করে বাঁচা
কেবল প্রেমের মাধ্যমেই
পূর্ণ হতে পারে
পৃথিবী নামক রূপকথা
দ্যাখো বাজে বীণা
ঢালো সুরা,বাজুক সঙ্গীতের ঝঙ্কার
হাসছে লালারা সব
আঙ্গুলে মেহেদি রং বধূয়ার
সূর্যালোকে বের করে আনা
বহমান নিখাদ মণি
বিগত সময়ের কাছে
শিখবো না কিছুই
উজ্জ্বল নক্ষত্র প্রজ্বলিত আকাশে
দুঃখ-যাতনা ভুলে আপ্লুত তব মৃত্তিকায়
বিষন্ন হয়ো না
কাউকে ভালোবেসে
বধিরের বিড়ম্বনায়, অনন্য নক্ষত্রের বিদায়ে
এটা কিছু অপূর্ব নয়,ঘটনা সামান্য
চাইনি কিছুই তবু
চেয়েছি গোটা পৃথিবী
মাপে হয় নি, তুমিও হওনি মাপে
কবিতা বুঝতেই সময় লাগে, লিখতে নয়
স্রোতস্বিনী জীবনের স্বচ্ছধারায়
সাঁতার কাটি
সময়ের ঊর্ধ্বে উঠে
কৌতুহলে
মেঘের ভেতর বৃষ্টির খেলায়
তুমি বায়ুপুঞ্জ
তোমাকে নিকটে পায়
বোধিবৃক্ষতলে
সুখের সূতিকাগার স্বদেশ আমার
দুর্দিনের উথাল সাগরে
দ্যুতিময়
মানবিক সকল যাত্রায়...
                    -স্বপ্নময় স্বপন©