অলস সময় এক কোণায়
অতৃপ্ত আত্মা অন্ধকারে
জলের উপর- শুয়ে
শব্দ নেই, জন্মসূত্র  নৈরাজ্যের
স্মৃতিচিহ্নস্বরূপ বিদগ্ধ শব্দচয়নে
বক্ষ-পাঁজরে মাংসখেঁকো কীটদের
অবাধ বিচরণ, নীলচে মনি কোটরে
নর-নারীর যুথজীবন দোনোমনো
পাপের গোলকধাঁধায় নিজস্ব প্রাণ
অলস হাড় ও মাংসের মধ্যে
অদৃশ্য আত্মার মৃত্যুচিন্তা অসমাপ্ত
দিগন্ত চুঁয়ে পড়া শূন্যপথ পূর্ণ করেই
হৃদপত্র অবাঞ্চিত
জরাগ্রস্ত মলাটে অযাচিত প্রেম নিয়ে
একাকিত্বের সরব দহন
শিরোনামহীন বলয়ে সত্য ও অলীক স্তব্ধ
অনন্ত ক্ষুধা আর তন্দ্রার মাঝামাঝি
বিদগ্ধ জীবন মৃত্যুমুখী
মৌন দুঃখগুলি শুয়ে থাকে স্ববিরোধী উপত্যাকায়
কীটদষ্ট সময়ের অলসতায়...
                         -স্বপ্নময় স্বপন©