অন্ধকারে ডুবে থাকা সংসারী মানুষের শৃঙ্খল!
পুরাণঋদ্ধ আঙুলের ডগায় অস্তিত্বের তন্ময় দেয়াল
অদ্ভূত ঘোড়া উড়ে যায় হাওয়ায় নীলিমায়
পৌরাণিক জন্তুর পিঠে বিচূর্ণিত গেরস্থালি
কদর্য  জরাগ্রস্ত পৃথিবীতে দুঃসময়ে মুখোমুখি
আমাদের ইতিহাস এখন প্রাচীন গুহার দুর্বোধ্য প্রস্তর লিপি
অন্ধকারের স্তব্ধ নিরালায়
নীলিমার উদ্ভাসে সবাই উষ্ণতা খোঁজে
আমি খুঁজি নদীর ভিতরে নদী
ঘাসে ঘাসে পা ফেলে ফেলে
কার প্রেমে কার সান্নিধ্যে
ঘুমের ভেতর নিদ্রাহীন
অজস্র শালিক নীল জানালার পাঠাতনে আয়না দেখছে
বেশ্যা  সূর্যাস্তের জলতলে শুয়ে
দিগন্ত বিস্তারী বৃষ্টির জ্যামিতি
তরী ভাসালে আশ্চর্য দ্বীপের সন্ধানে
জলবায়ুহীন মুন্ডুগুলো  মুখ ও মুখোশ থেকে বেরিয়ে
পা মুড়ে রেখেছে ধ্যানি মাছরাঙার মতো
অন্ধকার অম্বর চাঁদের রশ্মির তক্তা ধরে ভেসে থাকে
আমার হৃদয়ের উপর
ঈশ্বরের শ্রেষ্ঠ রহস্যের সন্ধানে
আকাশের ভিতরে কুষ্ঠরোগীর চোখ
মেঘনার চুম্বনে রাত্রির উরুবন্ধন!
ঝড়ের স্বগত  সামগীতি বৃষ্টির কবলে
পৃথিবী আকাশে জলমগ্ন
জন্মান্ধ জানে কি? কেন জন্মান্ধ?
-স্বপ্নময় স্বপন©