আমি কীরকম ভাবে বেঁচে আছি
কেউ জানে না
বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস
অন্তহীন প্রগাঢ় প্রণয়
প্রাণের ভেতর শ্বাসরুদ্ধ!
দুর্বল পৃথিবীর জটিল বিকার
নিবৃত্তির পূর্বে
রোগগ্রস্ত সন্তানের অদ্ভুত মরণ
ভয়ার্ত শোণিত-চক্ষে আগামী প্রস্তুত
সততার পাতায় পাতায় চোখের জল
রোজ মুখে রক্ত তুলে সরল পথে হেঁটে চলি
কবিতার সাথে কষ্টগুলো ভাগাভাগি করে
বৃত্তবন্দী মধ্যবিত্তের  বৃত্ত ভাঙার সাধনা
শ্মশান শুন্যতায় আজও উন্মুখ
স্মৃতির বাতাসে আলো-জলে ধূলো মেখে
হরদম উন্মাদ প্রমত্ত মহাকাল
অপেক্ষমান সূর্য্য বড় শীতল
প্রতিদিন একটু আধটু করে বিশ্বাস গলে
নব প্রজন্মের গায়ে গায়ে
চতুর্মূখী বর্ষা
অঙ্কুরিত প্রেম বন্দনায় উন্নাসিক
আকাঙ্খার অভিলাষে
কবিতায় কবি আত্মকেন্দ্রিক!
-স্বপ্নময় স্বপন©