১।  ঘুম
আমার ঘুমের মাত্রার চোখে খরার উপস্থিতি
মাঝরাত্রে ঘুম ফুরিয়ে গেলে ছিঁড়ে যায় বোতামের বাতি
তোমার দুচোখ দেখবে না আমার অনিদ্রার শিল্পায়ন
      ঘুম, স্বপ্ন এবং কবিতা শব্দহীন নিঃস্বতা নিয়ে চলছে
      শুভ্রতার নিশিদিন অবাধ বিচরন
ঘুম নেই চোখে অযৌন দেখি মশারীর ভেতর স্বপ্নেভেজা সংসার
      চোখে জোনাই জ্বলে বক্ষে বহ্নি জ্বলে তুমি দেখবে বলে
      ঘুমেতে আঁকছে কবি শিশুর অক্ষরের নির্ঘুম রাত্র
      আঁধার নামার পর তোমার চুলের সংসারে
      ডুবন্ত বালক লিখে চলে ঘুমের শুদ্ধিপত্র”
      -স্বপ্নময় স্বপন©


               ২।  রাত্রি
অন্ধকারের শিখা করোটিতে বুনো ভয়
  তোমার শরীরের পানে যেখানে কবিতারা বসবাস করে
  অহোনিশি রাত্রি মেলে ডানা নির্জনতায়
  কেউ চেনে না আরক্ত কষ্ট,নিরুক্ত কষ্ট বিশ্বময়
  তোমার কররেখায় প্রতিফলিত সৌরমণ্ডল রশ্মি ছড়াচ্ছে
  অদৃষ্টের আবীর
    রাত্রি চায় মননের মধু,  দীর্ঘরাত তোমাকে করে দিচ্ছে স্থবির
       রাত্রি ও জোনাকিরা যুগল ও একাকী মুখরশব্দের শপথ
       রাত্রির ভেতর জেগে থাকে নৈশব্দের গোপন নগর
       তোমার কপোল তিল বেনোজলে জমানো নীল
       চুম্বনে প্রেম চুম্বনে ক্ষয় মধ্যরাত্রির কবিতা শিরোনামহীন
       আমার রাত্রির আমি অপেক্ষায়”      
       -স্বপ্নময় স্বপন©


             ৩।  কান্না
কান্না পেলে কাঁদতে হয়, কিন্তু কিভাবে ?
কিভাবে কাঁদবো
বড় অবেলায় চোখের কোণে জমা পানি
শুকায় তন্দ্রাবিলাসে
কষ্ট কষ্ট ভালোবাসা তোমার বিচিত্র ফসলে
কিভাবে ভালোবাসবো        
আকাশ কালো মেঘে মেঘে, কান্না  কোথায় অশ্রুহীনের?
ভুল বৃষ্টির আঁচড় কাটো  
পোড়া চোখে কষ্ট আঁকা, জলের ধারায় বিষণ্ণতা
কি করে তবে বৃষ্টি হবো
যুগের পিপাসা নিয়ে আমি তখন ঘাস হয়ে যাই
কিভাবে তবে কাঁদবো
-স্বপ্নময় স্বপন©


             ৪। হাসি
এ কেমন হাসি? গলা শুকানো চিৎকার
এ কেমন হাসি? মাঝ বয়সি পাগল
এ কেমন হাসি? বোকা বোকা
এ কেমন হাসি? রক্তমাখা সাপের ছোবল
এ কেমন হাসি?ফাঁকা কলসি
এ কেমন হাসি? বেসামাল
এ কেমন হাসি? প্রেম, আনন্দ, উন্মাতাল
এ কেমন হাসি? স্বপ্ন দেখায় বারবার
     এ কেমন হাসি? চরম অন্ধকার  
       -স্বপ্নময় স্বপন©


             ৫।  শূন্যতা
শূন্যতার দিকে চোখ, শূন্যতা চোখের ভেতরও
তুমি যেখানেই থাকো সেখানেই অসীম শূন্যতা
তোমার শরীর তোমার ঠোঁট জলভারে নতদেহ
কেবলই কুয়াশামাখা তমসাচ্ছন্ন শূন্যতা
নিজস্ব ভুল—অমৃতে আচ্ছন্ন হতে হতে
আমার চোখে মিশে যায়
স্বপ্নের ভিতরে চন্দনগন্ধী শূন্যতা
শূন্যতা' কখনই শুধুমাত্র একটা শব্দ হতে পারে না।    
          -স্বপ্নময় স্বপন©


        ৬। মৌনতা
অবিশ্রাম ভাঙন সঙ্গীতের
রাগ মিশ্র শুনি ছন্নছাড়া পেন্সিলে
আমার দুঃখ কষ্ট চুঁয়ে চুঁয়ে পড়ে  
যাবতীয় শূন্যতা নিয়ে ঘরের অন্ধকারে
আমিও বদলে গেছি আমিও মানুষের মুখ ভুলে গেছি
আশৈশব উদ্ভিদের অদ্ভুত মৌনতা বুকে নিয়ে
মানুষের সঙ্গত সীমানা ছেড়ে নিজস্ব নিঃস্ব কথন
নির্বাসিত বৃক্ষের মতন আজ এই অদ্ভুত নগরে
মানুষ মুগ্ধ নয় নদীর ধ্রুপদী স্নিগ্ধতায়
আজকাল অষ্টপ্রহর স্মৃতিতে উস্কানি দেয় নির্জনতা
হৃদ কুঠুরী সীমাহীন খাঁ খাঁ নিয়ে খেয়ে চলেছে মৌনতা
-স্বপ্নময় স্বপন©


              ৭। পূর্ণতা
পূর্ণতার কাছাকাছি যতটা পৌঁছাই
ততটাই অপূর্ণ থেকে যাই
অপেক্ষা যার প্রচন্ড ঝড়ের, এক পশলা বৃষ্টিতে কি মন ভরে
কারনে অকারনে তাই মাথার ভেতরে হাহাকার
পূর্ণতা আর অপূর্ণতা, একটি বৃত্তাকার গন্ডি
এর বাইরে অন্ধকার
-স্বপ্নময় স্বপন©


               ৮।  শুদ্ধতা
পূর্ণিমা দেখবো বলে বসে আছি শুক্লা দ্বাদশীর স্নিগ্ধ সন্ধ্যায়
স্বপ্নের বদ্ধভূমিতে যেখানে ভালোবাসা উড়ে যায় পাখির ডানায়
হৃদপোকা পোড়াতে পোড়াতে বিবস্ত্র শিশ্নের শেষ সম্বল
যাপিত জীবনের মর্মরে জলরঙে সমাগত স্মৃতির স্বপ্ন-সঙ্গম
কবিতার সাথে আমার নিঃস্বার্থ পরকীয়া সূত্রভাঙা দ্বিতীয়প্রহর
যুবতীবৃক্ষের স্তন্যময় দুর্লভ মুগ্ধতায় নাব্য সংকটে
অদ্ভুত গ্রহের মনমগ্ন যৌবনে নীরক্ত চুম্বনস্বর পুড়ে যায়
উত্থিত নির্জনতার অবোধ্য আগুনে  
নগ্ন পৃথিবীর ন্যায় অন্যায়,বৈধ অবৈধতা অবিবেচ্য অনাচার পাপাচারে
ধ্রুপদি আনন্দসঙ্গীতময় আগামি ভোরের শুভ্র শুদ্ধতা
আজকাল আকণ্ঠ জলমগ্ন, অপবাসে তার শুদ্ধ নির্বাসন
-স্বপ্নময় স্বপন©


           ৯।  যৌনতা
যৌনতা কড়া নাড়ে মন ঘরে, বেশ  জোরেসোরে
মন ঘরে, যৌনতা ছুটে চলে দুরন্ত গতিতে
মনে রাখবেন কী অদ্ভুত মাদকতাময় শব্দ!
আহা! যৌনতা!
যৌনতা ভেসে যায় ইথারে  ইথারে  দেশ হতে দেশান্তরে
যৌনতা উঠে পড়ে মগডালে
এসো আবার চড়াই উৎড়ই
রাত বাড়ে,  জ্বালা বাড়ে, সব তত্বঝেড়ে ফেলে!
নাকের ডগায় নাকের নীচে উপর্যুপরি
একদফা চুম্বন চরিত্রহীনতা!
পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে
উদ্যানে-বিদ্বানে আহা! যৌনতা!!
-স্বপ্নময় স্বপন©