ক্ষুদ্র দীন একাকী বেলা নানান হালে কাটে
ছন্দে ছন্দে পদে পদে  আবর্ত-আঘাতে
ক্ষয় হোক আজ সেইসব  যত ধূলিসম
পুরানো নিষ্ফলা সঞ্চয় অশ্রু সুদূরে মিলাক
বিপুল নিশ্বাসে  ঊর্ধ্ববেগে অনন্ত আকাশে
নতুন যুগে  অবলোকের আবরণ মুক্ত করে
দুর্যোগের ঘন অন্ধকারে দিতে নব জীবনের আস্বাদ
আর্তের উল্লাসে  প্রাণহীন উৎসবের উচ্ছ্বাসে
দিতে  উন্মাদনা  স্বদেশের দীক্ষা রুদ্রের প্রসাদ
অগ্নিবলয়ের প্রান্তে উত্তাপের প্রত্যাশায়
কুয়াশার শোষণে  শোষিত মেরুদণ্ডহীন মানবেরে
এসো এসো, এসো,এসো হে বারংবার
বিপ্লবের বিঘোষক পহেলা বৈশাখ।
                             -স্বপ্নময় স্বপন©