অন্ধ আগন্তক!
কান পেতে শোন,
নৈ:শব্দে নিমগ্ন ভ্রান্তিবিলাসী
অপাপবিদ্ধ জ্যোৎস্না বিলাসের
করুণ মর্মর।
অদ্ভুত সুখের স্মৃতির
প্রগাঢ় বেদনা
অনন্ত অন্ধকারে কাঁদে।
রমণী ও পুরুষ মিলিত
রক্তস্রোতের মধ্যে
আঁধার ছিঁড়ে যায়
কিশোরীর পাজামার গিঁটে
বিশ বছরের পীনোন্নত রমণীবৃন্দ
সমস্ত পোশাক খুলে অন্ধকার নিবাসে
প্রেম-প্রেম খেলায় মাতে
কার অভিসম্পাতে?
আর শালা তুমি হেঁটে যাও
ওই লোকালয় ধরে
মহেন্দুনিদ্রিতকান্তি; শুভ্রবসন
আননে মায়া, দেখাচ্ছি দাঁড়াও;
ঠিক কোরে বল্‌; শৈশবে একবারও
কি টাননি প্রেমিকার সূক্ষ্ম অন্তর্বাস?
মানুষ সব পারে কিন্ত একজন সব পারেনা
নিষিদ্ধ রাত্রির আধাঁর কম্পনে
চন্দ্রহীনা ধরণীর আবেশে
মানুষের নানান সাধ জাগে
অথচ আমাদের জিহ্বা নাই, বাক্য নাই
মস্তক নাই, হস্ত নাই চক্ষু নাই
এখানে কষ্ট নিষিদ্ধ, দুঃখ নিষিদ্ধ, চক্ষু নিষিদ্ধ
কণ্ঠ নিষিদ্ধ,শব্দ নিষিদ্ধ,দেখা নিষিদ্ধ, শোনা নিষিদ্ধ
আকাশ নিষিদ্ধ,পক্ষীনিষিদ্ধ,বৃক্ষ নিষিদ্ধ,পুষ্পনিষিদ্ধ
অন্তরনিষিদ্ধ,আনন্দ নিষিদ্ধ,চিন্তা নিষিদ্ধ,স্বপ্ননিষিদ্ধ
তাই ক্ষুধা চুপ,তৃষ্ণাচুপ,সুর চুপ,বৃষ্টি চুপ,পথিকচুপ
লাল গর্জন,তেজস্বি রোদ্দু্‌র, সবুজ অর্জন,ঘরবন্দী
ক্ষুধিত যৌনকাম
বিশ্বাসে নিঃশ্বাসে নির্বিঘ্নে ঘুমন্ত প্রহরীর গৃহহীন সংলাপ অবিরাম
পৃথিবীর যা কিছু নিষিদ্ধ,তার সবগুলোর স্বাদ নিতে চাই
সব ইন্দ্রিয় ব্যবহার করে অনুভূতিকে
নিষিদ্ধ জিনিষ উপহার দেবো
জারী হবে পৃথিবীতে
আমার নিষিদ্ধ ইস্তেহারে
ঘাস চাপা সফেদ নিষিদ্ধ প্রেম!!!!
নিষিদ্ধ সংলাপ ছাই চাপা আগুনের জলন্ত উলকি
অন্ধের আলো চাই, অল্প সংলাপ একাকী
জন্মের বিপরীতে জন্ম সংলাপ
সংলাপে সংলাপে মুছে দেব পাপ
লম্ব ও ত্রিকোণ-সকলেরই আছে,
অথচ অবাক-নিষিদ্ধ যৌনতা
রাত বলছে তুমি ঘুমঘোরে
তোমার সাক্ষাতে কামুক আঁধারে
শরীরে শরীর মথিত
কী চেষ্টা প্রবেশের!
বৃন্তলযুক্ত কুরিঞ্চি ফুল চুষে
দেহমন্দিরে পূজায় নিরত
তথাকথিত ব্যর্থতারা এখন
হাঁটু গেড়ে প্রেম আর যৌনতার গল্প করে
কবি হতে চেয়েছিলাম. নিষিদ্ধ রাত্রির ঘোরে
এই অবেলায় সে নেশায়
একটি নিষিদ্ধ কবিতার
অপেক্ষায় আছি এখনো...
-স্বপ্নময় স্বপন©