আর নয় শোক এবার বর্ষার কাব্য হোক!
ভুবন পেরিয়ে যাই বৃষ্টিস্নাত সন্ধ্যায়
তুমি চাইলে রোদেলা দুপুর আমি চাই বৃষ্টি
সাগরের ফেনিল উচ্চতায়


মেঘ মেঘ কালো চুল, চোখ-নদী পাতা জল
এলোমেলো বৃষ্টি…অগোছালো দৃষ্টি
বৃষ্টির ভিতরে শ্রাবণ ভেঙেছি
আমার শহর,বৃষ্টিমানুষ,চুপিচুপি ভিজছি


রোদেলা স্মৃতির হরিণ হাটে বৃষ্টিভেজা অপসৃয়মান পথের বাঁকে
আনবো রংধনু মাছরাঙ্গা ঠোঁটে,নোনা জলে গোপন অবসরে!
                                                         - স্বপ্নময় স্বপন©