পায়ের পৃথিবী জুড়ে
কুয়াশার আধোছায়া
বিবেকের আকাশে
গোত্রহীন নক্ষত্রের আলপনা
নগরপ্লাজার কাঁচের ক্যানভাসে
সভ্যতার খোঁপা খোলা
এখানে রাত দীর্ঘ হয়
মানুষ ও নেড়ি কুকুরের ক্ষুধার্ত চিৎকারে
দর্শন নেই,আত্মসন্ধান নেই,অনুভূতি অসহায়
বেদনবৃত্তে মেঘ ভাঙে
স্বপ্ন যাপনের দক্ষিণা হাওয়া
দুরন্ত পাখির সমাবেশে
নানান রঙে রঙিন ঠকবাজ
এই যুগে মাকড়সাও রক্তচোরা
অরণ্যের সবুজ পালকে
শ্রাবণহীন ঘাসের কঙ্কাল
অরণ্যই প্রকৃতির সবুজ হুর
কালের সাক্ষী অন্ধরা জানে
লজ্জাবতি আর জ্যোৎস্নার প্রণয়ের
যাবজ্জীবন চিৎকারে অরণ্য বহুদূর
এখনও কথার ভিতরে
অনেক কথার শিল্প
মগ্নচোখে একাকী হাঁটে
হৃদপ্রাসাদে প্রেমশূন্য লোকালয়,
অসংযত মানব হৃদয়
দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি দক্ষযজ্ঞ
শূন্য শতাব্দীর মুখোমুখি
যাযাবর যন্ত্রনা
তবু মধ্যরাতে
নক্ষত্র জয়ের জন্য
অদ্ভুত কর্মে আঙুল বাঁকিয়ে
অন্তহীন কুয়াশায় মধ্যে
হেঁটে যেতে হবে ক্রমাগত
-স্বপ্নময় স্বপন©