আড়াই হাত মাটির নিচে শুয়ে হতভম্ব আমি
তুমি খোঁজ কন্ঠ আমার- ভীষন অপেক্ষায়
মাথার খুব কাছে আকাশ, চরাচরে তীব্র নির্জনতা
আমার কন্ঠস্বর  কেউ শুনতে পাবে না
অদ্ভুত আঁধারে তার ম্লান চোখ মনে আসে
জানালার ধারে উটের গ্রীবার মতো এক নিস্তব্ধতা
অনেকের ভিড়ে হারিয়ে যাওয়া একজন
কান্নার সুরে ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়
অনুমেয় উষ্ণ অনুরাগে.......
একজন  ব্যর্থ মানুষ
গলিত স্থবির ঘরে  ঘুম চেয়েছিলো বুঝি !
হয়নি ঘুম বহুকাল
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত পৃথিবীতে......
গাঢ় বেদনায় অবিরাম ঘাড় গুঁজি আঁধারের বুকে
এইরকমই বেঁচে থাকা, শোক এভাবেই
এখানে আমার কোন অহঙ্কার নেই!
                                -স্বপ্নময় স্বপন©