একলা বাড়ীটা
বাড়ীটার দরজা থেকে
নদীটা সরে যায়
জল, জবা বাশিঁ ও বর্ষা
আজব এই পৃথিবী
দুর্ভাগা জন্মস্হান
ইতিহাসের দীর্ঘ পৃষ্ঠায়
লৌকিক কাব্যকথা
প্রবাদ প্রতিবাদে
মাতৃমৃত্যু শোক
পৃথিবীতে কিছু করেছে
কেউ কোন কালে?
ঠিকানা?  বাড়িঘর?  পাত্তা পাত্তি?
বধ্যভূমিকে শূন্য শতকের সভ্যরা
কখনো জেনেছিল শেষ বিকেলের অবশেষে!
নিদ্রাহীন রক্তচক্ষু দৃষ্টিতে অধিক
সন্মোহণে মুগ্ধদৃষ্টিভ্রম-প্রপঞ্চক স্ফটিক!
আমার জন্মস্হান সরে গেছে দুরে
ঘরছাড়া শুষ্ক যাযাবর
মায়া, কষ্ট সুখ অর্জন, বিসর্জন
পদব্রজে মানবজীবন!
ধূলোপথ, হাতছানি, পদচিহ্ন সংশয় প্রশ্নাতুর
সঞ্চয়ে গুপ্তধনে স্মৃতি কাঁধে বন্ধ দরজা
অস্ফুষ্ট আকুতি, গন্তব্য কতদূর?
-স্বপ্নময় স্বপন©