1. আমি
        জীবন নেশা ধরানিয়া
        আমি অন্ধকারে বাড়িয়ে দেই পা
        ইচ্ছে করে নষ্ট হই
        কষ্ট নিয়ে আবার মরি


        আরেকটি বার নীল হতে চাই
        জীবনটাকে দুহাত ভরে খরচ করি
        মধ্য রাতে এমন কিছু গোপন কথা
        একলা আমার একটা মানুষ ভীষণ একা


2.   তুমি
      আমার কোন রোমাঞ্চ নেই
      রোমাঞ্চ তো তুমি
      আঙ্গুলে আঙ্গুল
      দিগন্তে মুখোমুখী
      যাবে কতদূর; হারিয়ে গিয়েছে খেই
      আমার অসমাপ্ত গন্তব্যে শুধু তুমি
      সুর্যের তাপে ঘর্মাক্ত পুর্নস্তনী যুবতী

3. ভালোবাসা
        সৌন্দর্য বিভায় উদ্ভাসিত হৃদয়
        সর্বদা সুন্দরের পুজারী
        জলের কামড়ে জলসিক্ত সুখদ লজ্জাবনত
        অরুণিত চঞ্চলা নারী
        যৌবনের ফুলপ্রতীক ম্লানমুখ  গতর
        খুলে দাও শরীরের ভাজ আষাঢ়ের রাত
        বুকের কাছে মুখ  লোক লোকান্তর
        শিল্পের ফলক    উষ্ণ কালসাপ
        তৃপ্ত করে  আরব্য রজনীর রাজহাঁস


4.  সুখ
     সুখ দিচ্ছেন
      ক্লান্তিহীন দেহ অবসাদে,
      অসুখ দিচ্ছেন ধীর লয়ে
      অন্তর ক্ষয়ে ক্ষয়ে
      সাথে নিয়ে  সোনালী সুখের কথামালা
      বিষ দিয়েছেন গোপনে
      খুব সুখে... বিস্ময়ে...


5.   দুঃখ
      দুঃখ, আমি আসবো না
      আমার স্বপ্ন তোমাকে ঘিরে ছিলো না
      বিষণ্ণ রুমালে কালো অক্ষর তুলে
      তোমার হাতে আমার ধূসর, বিবর্ণ শব্দগুলোর
      কালো সৌন্দর্যের অতৃপ্ত বিদায়ে
      দ্বিধাহীন হয়ে দূর করিনি নিঃসঙ্গতা
      কষ্ট কিনে নিয়েছি আজ
      স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে ...


6.  ইতি
     তোমাকে নিয়ে লিখতে চাই ..কিন্তু পারলাম না..
     ভুল বুঝ না আমায়.......
     আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা
     আমার কিছু কথা
     আমার জানলা দিয়ে দেখি,
     পৃথিবীটা আর আগের মত নেই!
     দীর্ঘ নিদ্রা শেষে
     আমি যাই নি
     তোমার চোখের আলিঙ্গনে...


7.  কষ্ট
      মন দিয়ে মন বোঝা যায়
      কিছু কিছু মানুষ সম্ভবত
      কষ্ট পাবার জন্যই জন্মায়
      ভাগ্যকে দোষ দিয়ে
      অনেক হতাশা নিয়ে
      ফিরে চলে নিজের জায়গায় ...
      নূলো ভিখারীর গান,দারিদ্রের  অভিমান
      আলোতে একাকী হাটার চেয়ে
      বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম
      কিন্তু কষ্ট- দুটোতেই সমান...


8.   লাল
     কী চমৎকার লাল রক্তের রঙ
     বৃত্ত লাল টিপ,রক্তিম আভায় পোড়া গাল
     আকাশ লাল,শুকনো লালের সাথে তরলীকৃত লাল
     বিরহ পুষ্পিত কিছু লাল ক্ষত
     উলঙ্গ দেহ লালের চাদরে
     রক্ত-ক্লেদে রাতভোর হেঁটে
     সবকিছুই লালের মাঝে ডুবে যায়
      অসহায়ের মত ......
    
9.  সবুজ
     জলের কামড়ে
     অভাবী ফসলের
     আদিগন্ত সবুজ চিৎকার
     সবুজ বৃক্ষের শিকড়ে
     খুলে দাও  তোমার  জঘন
     পাখির কাছে ফুলের কাছে
     সুগন্ধ তার সর্বভেদী সবুজের মূল
     আমার কাফন পরে দেখে যাবো
     সবুজ জনপদে  অনিবার্য যৌবন
     ফের জন্ম নেবে
     শস্যের সপক্ষে...


10. হলুদ
      সূর্য কখনো হলুদ ছিল?
      মেঘের বসন্ত সে তো বিজয়প্রসূ
      সূর্য হলুদ হলে- কী নিয়ে আসে
      হতাশা না আনন্দ? না নিরবচ্ছিন্ন নীরবতার
      আগাম শোকপ্রসূ বিশাল ব্যানার


11. নীল
      নীল দু:খ, নীল ভায়োলিন সুর
      তোমার ঈশ্বরী প্রতিমার সামনে
      দৃষ্টি খুলে দিয়েছি
      নৈঃশব্দ্যের কাছাকাছি বহুদূর
      সংশয়ের নীল হরফে
      বিন্দু বিন্দু জোছনা ঝরে


     ঐশ্বরিক আনন্দে শৈশ্নিক রাতে
     ঘাসের আলস্যে জাগে মৌয়ালের  ঝাঁপি
     তোমার সঙ্গ ভালো লেগেছিলো বলে
     অমাবস্যার নিবিড় অন্ধকারও নীলাম্বুরী মধুকূপী ...


12.   সাদা
          সাদা রঙে অরুচি ধরে না কারো!
          সাদা কিংবা ঘোলাটে চোখের সম্মুখে
          জ্বলজ্বল করে বিবর্ণ কবিতা
          সাদা পর্দায়
          দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে
          কিছু সাদা কাগজের স্বল্প পুঁজি
          নীরব প্রাণের কথা
          টেনে আনে গভীর বিশ্বাস
          মুখোশ খুলে  তাকে দাঁড় করিয়ে দেয়
          স্বরুপের সম্মুখে


          দাঁত বের করে হাসলেই
          হাসি সুন্দর হয় না
          কারো কারো দাঁত হলুদ কিংবা ফোকলা থাকে ...
          অসীম দূরের আকাশ নীল আর সমূদ্র নীল
          স্বপ্ন ভাসে আরও একবার
          শুধু  সাদা হয়ে থাকে
          শত শতাব্দীর নীল অন্ধকার!
                                -স্বপ্নময় স্বপন©