চক্ষুষ্মানের অন্ধত্বের মতো আনন্দময়
আমার বাকি জীবন
পঞ্চাশ ছুঁয়ে বালকের বুকে উথালপাতাল
কিশোরীর চঞ্চল চোখ,কুন্তলদাম,
দেহসৌষ্ঠব,তিল, ওষ্ঠপ্রান্ত দেখে বিহবল-
বয়ঃপ্রাপ্ত বালক কী যে বিপদে!
মৃত্যুর আগে তিলোত্তমার  প্রতীক্ষায়
সুদূরের পিয়াসী আমি
আগুনমুখো অতল গহবরের তলদেশ হতে
উঠে এসে আজকাল তুলে দিই
উলঙ্গ ও মৃতদের ভালোবাসাবাসি
সার্বভৌম পাঁচটি আঙুলে
আমার ক্ষমতা কম;শক্তি ও সাহস নেই
নৈরাজ্যিক, স্খলিত পাথুরে শয্যায়
আমার অন্ধতা আর আর্তনাদ...
জন্মাবধি দুঃখজয়ী - তোমার প্রয়োজনে;
ঋদ্ধ ঋতুতে আর্দ্র হৃদয়-মনন-মেধা
মাঙ্গলিক ঋতু বিশুষ্কতা দ্রবীভূত করে
‘সবুজ’ সংসারের চিরবাঞ্ছা!
                     - স্বপ্নময় স্বপন©