শিশির বিন্দুর মত তার স্বরূপ!
স্বর্গীয় প্রেমের অনাবিল আনন্দ
সবুজ পাতাকে ছুঁয়ে ছুঁয়ে যায়!
যৌবন কখনও কৃপণ হয়
শীতের শেষ প্রান্তে
আমার মুগ্ধ চোখ
তোমাকে ছুঁয়ে যায়
চল এগিয়ে যাই
দূর থেকে দূরান্তরে
অগুনতি হৃদয়ে
মিলেমিশে একাকার হয়ে
ভুল পথ বেছে ব্যর্থতার একটি প্রবল বোধে
কবিতার অনন্ত ধাঁধা
মর্মেই সর্বময় মৃত্যুঞ্জয়ী!
নরকে এক ঋতু
স্বপ্নের অদ্ভুত তত্ত্ব,তীব্রতা
নিভুর্লভাবে আলো ফেলে চোখের সামনে
বৈভবে অনুপমা
তরুণীর হাসিতে যৌবন
অপরিহার্য
একজন কবির অমর হওয়ার জন্য!
                            - স্বপ্নময় স্বপন©