আজন্ম সলজ্জ সাধ
আমার কষ্টের আকাশকে
আলোকিত করি ক্ষুদ্র পরিসরে
জনশূন্য কোনো নির্জন স্থানে!


বাড়িতে বাড়ি নেই
ভাড়াটে দরজা  বখাটে জানালা
চোখে দ্বিধা,  ভরহীন পায়ে
পথ চলা আমার পথে...


তোমার প্রার্থনাই আমার ভালো থাকা
কঠিন বঞ্চনার মুখ অতি সাধারন
প্রহরে প্রহরে জাগি আমার কাছেই
সকল কথা অন্তরঙ্গ বলি একা


ভালোবাসাকে ভালোবাসি
তুমিও জানো আমিও জানি
কেন কষ্ট পাই তোমার দোহাই
আমি তো আমিই!
           -স্বপ্নময় স্বপন©