আমার কথা শোনো
আমি তোমাকে বলছি
মেঘ এবং গাছের ভাষায়
স্তব্ধতার ভাষায়
তুমি তো জানো
অপাপবিদ্ধ মাধুর্যের অন্বেষণ
পুষ্পের দিকে তাকিয়ে
শব্দ দিয়ে পৌঁছাতে চেষ্টা করি
সময়ের সীমান্তরেখার ওপারে
তোমার জন্য, যে-তুমি
স্বল্পায়ু নিয়ে বেঁচে ছিলে
সবুজ মেঘগুলোর জন্য
অনিবার্যভাবেই আমি ব্যর্থ হই
আমরা প্রত্যেকেই পরস্পরবিরোধী স্বর
সরল কথাটা বোঝার চেষ্টা করো
ফসলবিলাসী হাওয়া
অনাদি যুগের  চাওয়া পাওয়া
কথোপকথনের জবাব যা ছিল
ক্ষয়ে ক্ষয়ে মরে গেছে পদতলে
নিরাসক্ত গভীর চিন্তন
বাস্তবের সংরাগময় পশ্চাদ্ধাবন
আমার কথা কি শুনতে পাও না তুমি?
দেশ প্রেম: দেশগুলি অদৃশ্য হয়ে যায়
শহরের প্রতি ভালবাসা: শহরগুলি ধ্বংসাবশেষ
জানি ধ্বংসের দায়ভাগে
আমরা সমান অংশীদার;
অসহ্য লাগে তাই আত্মরতি
তুমি কি দেখতে পাচ্ছো না
কি গভীর ক্ষত!
অন্ধ হলেই কি প্রলয় বন্ধ
ভ্রান্তিবিলাস সাজে না দৈব দুর্বিপাকে
স্রষ্টা সর্বদা অতলস্পর্শী
স্রষ্টা,সৃষ্টি,আত্মা আর জগৎ নিয়ে
কোন সিদ্ধান্ত নিতে পেরেছি কি আজও?
আমি কি জানি
কালের চিরচঞ্চল গতি
পৃথিবীকে নিয়ে আমি কী ভাবি?
ফালতু জীবন, জীবন কি এককোষী?
কোষের আয়তনে কী যায় আসে
সৃষ্টি,আজন্ম অনাথ মনে হয়
ভালো হয়,
আমাকেও নিয়ে চলো লোকোত্তরে
বন্ধু,তোমাকে,আমি বাঁধি লোকায়তে
তুমি তো বিপদপ্রাজ্ঞ নও
একটি কথার দ্বিধাথরথর চুড়ে
ক্ষণিক পুষ্পের লোভে
স্মৃতিফলকের প্রস্তর হারাক
বিরহবিজন স্মৃতি মার্জনা
তুমি কি বোঝ না
আমি,আমি নই-আমি সে
কোন অবলোকন ছাড়াই
পাশাপাশি হাঁটি নরকের ছাদে
এক ভয়াবহ দ্বৈরথ;দ্বিমুখী স্বভাব
এখানে কি আমি একা?
-স্বপ্নময় স্বপন©