(অগনিত শ্রমিকের প্রতি শ্রদ্ধাঞ্জলী)
"মানুষ যেন ছেঁড়া গল্প
অসমাপ্ত কাব্যলেখা
অবিরাম বৃষ্টিতে ভেজা
দিনযাপনের আখ্যান
শতাব্দীর পর শতাব্দী
মানচিত্র হাতে ক্ষুধার্ত মানুষ
প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়
ঘামভেজা আকাশের নিচে
ঝুলে থাকে স্বপ্নচ্যুত দৃষ্টিতে


হলুদ অভয়ারণ্যে
ক্ষমতার পাঠশালায়
প্রতিদিন জন্মায়
নোনাঘাম
অজস্র নক্ষত্রবীথির পাললিক সমুদ্রস্নান
হৃৎপিণ্ড চিরে ঝরিয়ে দিচ্ছে
মানবের রক্তঅশ্রু
সময়ের সমাধিপ্রান্তরে


সভ্যতার থেঁতলানো আঁধারে
অযুত স্কন্ধ পৃথিবীর যুপকাষ্ঠে
কেন আজও
সময়ের ভঙ্গুর গ্রীবায় পুষ্ট ফসলের গান
প্রতিদিন শোধরাতে হয়
নির্মিতির দাম


মহাকালের কপালে ঝরে
ক্ষমতার তর্জমা
মানুষ কবে মুক্তি পাবে
মানুষ জানে না।"
           -স্বপ্নময় স্বপন©