আজ মৃত্যু হবে
আজ শিশুদের চোখ
প্রশ্নবোধহীন প্রশ্নচিহ্ন
শব্দ বর্ণ বাক্যের অলৌকিক স্বাদ
জলপ্রপাতের শব্দে তৃষ্ণা কাতর
পশ্চিমের সূর্য ঝুলে আছে
রাত্রি ও ভোরের মাঝখানে
চিঠির বাক্সে পড়ে আছে উচ্ছ্বিষ্ট কাবাব
ধূমপানের ব্যাপক আনন্দে আঙুল কাটে
উন্মুক্ত নাভিতে বেগুনী আঁচড়
তরুণীর স্তনসৌষ্ঠব বিতৃষ্ণার পোড়া বিল
নক্ষত্রের গানে আজীবন বিবাহবাসনা
নক্ষত্রখচিত কারাগারের দীর্ঘ সুতোয়
আশ্চর্য রঙিন কষ্ট সান্ধ্য স্তব্ধতায় গুঞ্জনময়
কুয়াশার নগ্ন শরীরে যন্ত্রণাকাতর অসমাপ্ত রুমাল
মায়ের গর্ভ যে-শিশুকে নিরাপত্তা দিতে পারে না
জন্মানোর চেয়ে মানবেতর আর কী হতে পারে
আসন্ন মরুঝড়ে বুকের ভেতর বাজপাখি
মৃত্যুর বিষণ্ণ এক ছায়া
অতীন্দ্রিয় বিবর্তন নিয়ে স্রষ্টা স্বয়ং
মেতেছেন আলো-আঁধারির খেলায়  
মৃত্যুকেও আমি দেখতে পেতাম অহর্নিশি
জল ডোবা দুঃখদানা অকাল ও অজন্মা
আজ আকাশগঙ্গা বানভাসি
বুকের ভেতর ঘাস মাটি উথাল পাতাল
কেউ শোনেনি কান পেতে
আজ মৃত্যু হবে!!
-স্বপ্নময় স্বপন©