রমণীয় আরণ্যক
চলমান পাথর,
পদাঘাতে নষ্ট করো
আমার শষ্যভূমেক
করো অনুর্বর
অস্পষ্ট কিশোরী আক্ষেপে
রক্ত-প্লাবনের মুক্ত শস্যক্ষেত
শুষে নাও দিনমান
হেমন্তের সন্ধ্যায় ঘাসের পাতায়
জন্মানো শিশিরের মতো
চুমুর আক্ষেপ নিয়ে
চারিদিকে ছায়া--কার্তিকের ভিড়
আয়ুরেখায়  সমুদ্রের  ঋতুবদলের
এক জরুরী ভ্রমণ
তুমি  শিরোনামহীন ছায়া,
তোমার সমস্ত তুমি জুড়ে
উঁচু উঁচু আলতো বিকেল, আরও নীচে জলরঙ
আমি অনিবার্য অক্ষর
আমরা জল-নদী খেলি
পরাস্পরের যোজনগন্ধার ছায়াসঙ্গম
ছায়াটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ
সীমাহীন ওয়েসিস জুড়ে
পূর্ণদৈঘ্য আহাজারি
অন্ধকারে আরও অন্ধকার...
                      -স্বপ্নময় স্বপন ©