চুম্বন, তুমি কোথা থেকে এলে?
বিনিদ্র বিকেল জুড়ে
তুমি এসেছিলে বসন্তের শুভ লগ্নে
তোমার নাম কী গোত্র কী কোথা থেকে এলে
আমার পতন অভ্যুদয়ে
শীতল এই ঠোঁটে উষ্ণ চুম্বন
প্রেমের স্বাগত ভাষণ
একান্ত পাঁজরে
প্রাণের আগুন প্রাণে
সকল প্রাণ টানিছে পথপানে
অতি সহজ প্রেমে মিলন লাগি
আসছ কবে থেকে!
সন্ধ্যা-মালতীর সুগন্ধী সময়
চুম্বন, তুমি কোথা হতে এসেছিলে?
এক বসন্ত শেষে আর এক বসন্ত
কৃষ্ণচূড়ার শাখে
গাঙে আবার জোয়ার এল ফিরে
তুমি আর এলে কই
চুম্বন, তুমি কোথা থেকে কেন এলে
চোখের পাতায় বুকের অতলে
কাঁদিয়ে গেলে ...
          -স্বপ্নময় স্বপন ©