দু'চাকার পিঠে ঘোড়ার স্বপ্ন
দেখতে দেখতে কেটে গেলো
জীবনের অধিকাংশ সময়!
স্বত্বাধিকার সংরক্ষিত
কীর্তনখোলা
শরীর মেলে
ভালোবাসা ছাড়া!
স্বপ্ন ভঙ্গ
রাত্রির ঈশানা শরীর ....
ধুলার আভরণ ছুঁড়ে ফেলে
জড়িয়েছে নির্ভরতার সীসাদেয়াল
বিভ্রান্ত আচরণ
তুমিও অসহায়
জননীর মতো
বহুমুখী অবিশ্বাস
একাকীত্বের প্রজন্ম
প্রাচীন অক্ষর
গোপনীয় সভ্যতায়
শরীরের ভাঁজে
আঙ্গুলে পেঁচানো চিরাচরিত মানবজনম
সময় বদলায়; প্রকৃতি বদলায়
কিন্তু বদলায় না আমার চারপাশের স্বজনের চরিত্র
বৈপরীত্যের দৈন্যতায় আহত স্বপ্ন
নিরুত্তর নিঃশব্দ শরীরী শ্রাবণ নষ্ট ফুলহারে
অমৃত-জল
জ্যোৎস্না ঝরে
ক্লিষ্ট  ওষ্ঠে
চুমুর চিত্তবিলাস
দ্বিচরণ ও বহুচরণ পদাবলী
কামার্ত কামুকের কামের অবগাহনে
ঝুলে আছে অধরে তোমার
অবলীলায়
যাপিত জীবনের খড়কুটো!
                    -স্বপ্নময় স্বপন©