অনেক দহন
হৃদপত্রে নিষিদ্ধ গোপন
মৃত মুখছবির
নরক উল্লাস,
বয়ঃবৃদ্ধ  নীরবতার
অবিরাম বৃষ্টি
তপ্ত নগরে পোড়ে
বিষাদের আকাশ
নীল আত্মপ্রতারণায়
বড় অপ্রিয়
দ্বিধার প্রহর আত্মমগন
ভব দব দহন
সভয় মভয় সতত
কপিলার স্বপ্ন
অসমাপ্ত ডোবাজলে
পাখি ও পাপ
নির্ঝর নৈঃশব্দ্
চোখের গভীরে
আঙুলের  জ্বর
দেয়ালের ভাঁজে ভাঁজে
লেলিহান সাপ
আমার চিহ্নগুলি
জলমগ্ন পাখিদের
তামাদি পদচিহ্ন
বীজ ভাঙি বীজের ভিতর
ত্রিকাল ভেলায়
মুক্ত করে ভগমুখ
অদৃশ্য লাঙ্গল
বিকায় পর্যুষিত মধু
গন্ধহীন মদ্য
আহবে মুষ্কঘণ্টী
অর্বুদ অব্দ
   -স্বপ্নময় স্বপন©