একফোঁটা রক্ত নীল শিশিরে
মন অন্ধকারে গুমোট বাঁধা
কুয়াশার চিৎকারের নিচে বিহ্বল সময়
আমার চারিদিকে
নারী চন্দ্রবোড়া, নর শঙ্খচূড়্‌,মানুষ ময়াল গোখুরা,
আশীবিষ নির্বিষ
প্রেম জলের মতো, সবুজ পাতায় মৃত্যু প্রতীক্ষায়
চাঁদের চামড়ার চটি অদৃশ্য দাহ্যের ছোবলে আত্মকেন্দ্রিক!
কষ্টগুলো ভাগাভাগি করে হাড়ের গোলাপি রঙ
নীলিমার কাঁটাজালের সমীকরণে
বিশেষত্বহীন জীবনযন্ত্রনার প্রান্তিক কন্ঠস্বর!
রৌদ্রাঙ্কিত প্রহরে
আমরা অতি আধুনিক
অশোককাননের চিরকূটে,
মুদ্রিত হয়না জন্মের সমীকরণ
কর্মযজ্ঞ সময়ের রেখাচিত্রে
সাফল্যের ইঙ্গিত
আমার পাপের দুচোখে
পরস্পর মন্থনের  পাথুরে বিশ্বাস
নিয়মতান্ত্রিক সব প্রতীক্ষা শেষে
ফলাফল শুন্য!...
          -স্বপ্নময় স্বপন©