বদ্ধ কুঠুরী। বন্দী কারাগার।
ধীর-স্থির গম্ভীর প্রতিচ্ছায়ায়
উন্মাতাল নৃত্য
ঈষদুষ্ণ ঘ্রাণ
পাথুরে শীতলতায়
আত্মম্ভরি উষ্ণতা
দুঃখ বিনাশে
সুখানুভূতির রমণীয় উপরিপাতন!
অশরীরী ছায়ার অতল গহ্বরে
কাটিয়েছি অনেক ব্যাথাতুর রাত!
আমার আয়ুধ খসে পড়ে
মেঘের মর্মে
গন্ধতরুর মধুর ঠোঁটে
ব্যাথাতুর খেলা
রাত্রি স্থবির
আপন মৃত্যুতে
নিখিল নৈ:শব্দে
জলের পিপাসা নিবারণ
মহাশূন্যের মাঠে!
অমীমাংসিত সত্তা এক
মানবচরিত
আমার যা ভাল লাগে
তা অন্যের লাগে না,
এই নিয়েই যত রক্তপাত
কৌটো আফিমে ভরা,
রক্তপ্রবাহে শয়তানী প্রকৃতি
বড় অদ্ভুত এই প্রজাতি!
                 -স্বপ্নময় স্বপন©